অনলাইন ডেস্ক
আসলে সূচির কারণেই জামালকে নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। ২৩ মার্চ থেকে শুরু ত্রিদেশীয় সিরিজ। কিন্তু ২১ মার্চ কলকাতা মোহামেডানের হয়ে জামালের খেলা আছে। তবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন গতকাল বলেছেন, ‘নিয়ম আছে ফিফা উইন্ডোতে জাতীয় দল ডাকলে ক্লাবগুলো খেলোয়াড়কে ছাড়তে বাধ্য। সে নিয়ম মেনেই আমরা আমাদের খেলোয়াড়কে চেয়ে কলকাতা মোহামেডানকে চিঠি দিয়েছি। দেখি তারা কী বলে। জামাল নিজে খেলতে না চাইলে সেটা আবার ভিন্ন কথা’।
নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টটি ২৩ মার্চ শুরু হয়ে ২৯ মার্চ শেষ হবে। টুর্নামেন্টকে সামনে রেখে ১৩ মার্চ থেকে বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হওয়ার কথা। জামাল ভূঁইয়া আগেই জানিয়েছেন তিনি এই টুর্নামেন্টে খেলতে চান। তবে জামাল ভূঁইয়া কবে জাতীয় দলে যোগ দিতে পারবেন তা নির্ভর করছে কলকাতা মোহামেডানের সিদ্ধান্তের ওপর। এর মধ্যেই গতকাল এ টুর্নামেন্ট উপলক্ষে ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন জেমি ডে। সেই দলের অধিনায়ক হিসেবে আছেন জামাল ভূঁইয়া।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা