অনলাইন ডেস্ক
সরকার প্রশাসনে অতিরিক্ত সচিব হিসেবে আরও ৯৮ জনকে পদোন্নতি দিয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়,‘পদোন্নতিপ্রাপ্ত ৯৮ কর্মকর্তাকে জনপ্রশাসনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের পদায়ন করা হয়নি। সরকারের উপসচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’ অনুযায়ি তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।’
এরমধ্যে মো. মেহেদী হাসানকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ইকোনমিক মিনিস্টার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা ১৩০টি। যদিও প্রশাসনে বর্তমানে নির্ধারিত পদের চেয়ে চার গুণ বেশি অতিরিক্ত সচিব আছেন। তার পরেও নতুন করে ৯৮ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। যার ফলে প্রশাসনে এখন অতিরিক্ত সচিবের সংখ্যা হলো ৬১১ জন।
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয়ার জন্য ১৩তম ব্যাচকে মূল ব্যাচ হিসেবে বিবেচনায় নেয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে।
অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানপত্র ই-মেইলে (sa1@mopa.gov.bd) পাঠাতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা