অনলাইন ডেস্ক
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দীপু।
এর আগে সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে জামালপুরের সরিষাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার করা হয়। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
থানা পুলিশ জানায়, গত ৩১ আগস্ট আশুলিয়ার আলিয়া মাদ্রাসা এলাকা থেকে শিশু মোস্তাকিমকে কৌশলে চুরি করে নিয়ে যায় নাসিমা। এঘটনায় ভুক্তভোগী বাবা-মা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আশুলিয়া থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। একপর্যায়ে গভীররাতে জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকায় থেকে চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার এবং শিশুটিকে চুরি করে নিয়ে যাওয়া নাসিমাকে আটক করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দীপু জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই শিশুটিকে উদ্ধারে তৎপর হয় পুলিশ। পরে অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় গ্রেফতার নাসিমার বিরুদ্ধে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা