করোনাভাইরাসে বিরুদ্ধে লড়াইয়ে ভারতের অসহায় মানুষের পাশে দাঁড়ালেন দেশটির তারকা অফ-স্পিনার হরভজন সিং। হরভজন ও তার স্ত্রী গীতা মিলে পাঞ্চাব রাজ্যের ৫ হাজার দুস্থ মানুষের খাবারের ব্যবস্থা করেছেন। ভারতে ২১ দিনের লকডাউনের কারণে অসহায় মানুষজন খাবারের অভাবে দিন পার করছে।
মানবতার ডাকে সাড়া দেওয়া হরভজন জানিয়েছেন, ‘আমি এবং আমার স্ত্রী গীতা জলন্ধরে ৫ হাজার পরিবারের মাঝে খাবার বিতরণ করেছি। এখানকার সুবিধাবঞ্চিত মানুষগুলো খুবই কষ্টের মধ্যে রয়েছে। এই কঠিন সময়ের মধ্যে তাদের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। সবাইকে এগিয়ে আসার অনুরোধ করছি।’
হরভজন ছাড়াও এর আগে করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য অনুদান দিয়েছেন ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার, ভারতীয় ক্রিকেট বোর্ডে সভাপতি সৌরভ গাঙ্গুলী, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ছাড়া আরও অনেকে। হরভজন শুধু ভারতেই নয়, চিরবৈরি পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদির ত্রাণ কার্যক্রমেও সহায়তা করেছেন।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা