অনলাইন ডেস্ক
যদিও বেশ কয়েকটি নির্ধারিত এলাকা ঘুরে টিসিবির কোনো বিক্রয় কার্যক্রম নজরে আসেনি। অবশেষে টিসিবির ট্রাকের দেখা মেলে সেন্ট্রাল রোড এলাকায়। জানা গেছে, একটু দেরিতে শুরু করলেও বেশিরভাগ এলাকাতেই টিসিবির পরিবেশকরা খোলা ট্রাকে করে তাদের বিক্রয় কার্যক্রম চালাচ্ছে।
টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির জানান, বাজারে পেঁয়াজের দাম গত এক সপ্তাহে ১০-১৫ টাকা কমেছে। বর্তমানে পাইকারি বাজারে ২৫ এবং খুচরো বাজারে ৩০ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে। তাই টিসিবি বর্তমান বাজারদরের সঙ্গে সমন্বয় রাখতে কমিয়েছে পেঁয়াজের দাম। বর্তমানে পেঁয়াজ ২০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। গত সপ্তাহে টিসিবির পেঁয়াজের দাম ছিল ৩০ টাকা। গত সপ্তাহে ৫ কেজি করে দেওয়া হলেও আজ দেওয়া হচ্ছে ২ কেজি করে।
প্রতিদিন রাজধানীর বিভিন্ন স্পটে টিসিবির ট্রাকের পেছনে দীর্ঘ লাইনে নারী, পুরুষ, শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই অপেক্ষা করেন বাজারের চেয়ে কম দামে পণ্য কিনতে। দীর্ঘ সময় রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হলেও অপেক্ষা শেষে পণ্য কিনতে পারলেই খুশি এসব অল্প আয়ের মানুষেরা। তবে টিসিবির কিছু পণ্যের মান নিয়ে বরাবরই অসন্তোষ প্রকাশ করেন এর নিয়মিত গ্রাহকরা।
হাতিরপুল এলাকায় টিসিবির ট্রাক থেকে নেওয়া পেঁয়াজের মান নিয়ে গত সপ্তাহে ক্ষোভ প্রকাশ করলেও আজ তাদের অভিযোগ নেই।
টিসিবির পোস্তগোলা থেকে আসা পরিবেশক খালেক স্টোরের বিক্রয়কর্মী লোকমান বলেন, মাঝেমধ্যে কিছু পণ্যের মান খারাপ হয় এটা সত্যি। কিন্তু আমাদের কিছু করার থাকে না। যে রকম মালামাল দেয়, আমরা সেগুলোই বিক্রি করি। যদিও প্যাকেজ বিক্রিতে আমাদের সমস্যা হয়। অনেকে নিতে চান না। তারপরও বাধ্য হয়ে নেন। আমাদেরও খারাপ লাগে।
টিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, বাজারে দাম কমার কারণে আজ ৫ কেজির বদলে ২ কেজি করে পেঁয়াজ দেওয়া হচ্ছে। বর্তমানে ১১০ টাকা লিটার হিসেবে তেল ২ লিটার, ৫৫ টাকা দরে চিনি ২ কেজি, মসুর ডাল ৬৫ টাকা দরে ২ কেজি, পেঁয়াজ ২০ টাকা দরে ২ কেজি, ছোলা ৫০ টাকা দরে ৪ কেজি ও খেজুর ৮০ টাকা দরে ৩ কেজি করে প্যাকেজ বিক্রি করছে টিসিবি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা