অনলাইন ডেস্ক
শনিবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর পরীবাগ, বিটিসিএল অফিসের সামনে প্রায় ৩০০ ক্ষুধার্ত মানুষের মাঝে খাদ্য বিতরণ করে রমনা বিভাগ।
রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. বায়েজিদুর রহমান বলেন, কঠোর লকডাউনে ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুরসহ অনেকেই খাদ্যভাবে কষ্ট করছে। হয়তো আমরা সবার পাশে দাঁড়াতে পারব না। কিন্তু সাধ্য অনুযায়ী আমাদের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমানের উদ্যোগে এই লকডাউনের প্রতিটি দিনই সামর্থ্য অনুযায়ী আমরা এসব মানুষের পাশে থাকতে চাই।
সরেজমিনে দেখা যায়, রাস্তায় নির্দিষ্ট দূরত্ব মেনে বৃত্ত তৈরি করেছে পুলিশ। বৃত্তের মধ্যে ক্ষুধার্ত মানুষকে আসার জন্য আহ্বান করা হয়। সেখানে স্বাস্থ্যবিধি মেনে ক্ষুধার্তদের মাঝে খাদ্য বিতরণ করে পুলিশ।
এ সময় রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান, রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ ও রমনা বিভাগের অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত থেকে এই খাদ্য বিতরণ করেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা