অনলাইন ডেস্ক
এছাড়া ক্ষেপণাস্ত্র পরীক্ষাসহ নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করছে উভয় দেশ। এমন পরিস্থিতির মধ্যে দেশটির বেশ কয়েকটি রাজ্যকে নিরাপত্তা মহড়া চালানোর নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
এর আগে শেষবার এমন মহড়ার নির্দেশ দেওয়া হয়েছিল ১৯৭১ সালে। মঙ্গলবার (৬ মে) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি।
পিটিআই’র প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামীকাল বুধবার যুদ্ধ পরিস্থিতি মোকাবিলার জন্য এই মহড়ার নির্দেশ দিয়েছে। এতে সাধারণ মানুষকেও মহড়া দেওয়া হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে ভারত সরকারের এই পদক্ষেপের তাৎপর্য বেশ গভীর বলে মনে করা হচ্ছে। এর কারণ, ভারতে সর্বশেষ এমন মহড়া হয়েছিল ১৯৭১ সালে। সেইসময় ভারত ও পাকিস্তান দুই ফ্রন্টে যুদ্ধে জড়িয়ে পড়েছিল। তখন ভারতজুড়ে সতর্কতা জারি ছিল।
গতকাল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ-প্রশাসনকে নির্দেশ দিয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে কী করণীয় সে বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। যে সব প্রস্তুতির কথা বলা হয়েছে, তার মধ্যে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজলে কী করণীয়, বেসামরিক নাগরিক ও শিক্ষার্থীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, হঠাৎ ব্ল্যাক আউট হলে কিংবা যুদ্ধ পরিস্থিতিতে স্থানান্তরিত হওয়ার প্রয়োজন পড়লে কী করতে হবে সেসব বিষয়ও রয়েছে।
এছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া, মানুষ সরিয়ে নেওয়ার পরিকল্পনা হালনাগাদ ও অনুশীলন, রাজ্যগুলোর সিভিল ডিফেন্সেরও উদ্ধারকাজ সংক্রান্ত মহড়াও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা