অনলাইন ডেস্ক
আজ রোববার (১৫ ডিসেম্বর) বিআরটি প্রকল্পের সড়কে বিআরটিসি এসি বাস চলাচল কার্যক্রম উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মো. ফাওজুল কবির খান।
ফাওজুল কবির খান বলেন, আজ থেকে গাজীপুরের শিববাড়ি-বিমানবন্দর-গুলিস্তান রুটে বিআরটি প্রকল্পের সড়কে বিআরটিসি বাস চলাচল কার্যক্রম উদ্বোধন করা হলো। আপাতত বিআরটিএ লেনে ছোট বাহন ও বিআরটিসি বাস চলবে বলে জানান সড়ক পরিবহন উপদেষ্টা
গতকাল শনিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নোবেল দে গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ১০টি বিআরটিসি এসি বাস গাজীপুরের শিববাড়ি বিআরটি টার্মিনাল থেকে বিআরটি লেনে এয়ারপোর্ট পর্যন্ত ২০.৫ কিলোমিটার এবং এয়ারপোর্ট থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার মোট ৪২.৫ কিলোমিটার পথে চলাচল করবে। শিববাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত ভাড়া ৭০ টাকা এবং শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। যাত্রী চাহিদা এবং স্টেশনগুলো সম্পূর্ণ প্রস্তুত হওয়ায় বিষয়টি বিবেচনায় নিয়ে বাসের সংখ্যা পরবর্তীতে বৃদ্ধি করা হবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা