অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় রোববার (১৬ মে) হোয়াইট হাউসে ‘ঈদ সান্ধ্যভোজ’ এর আয়োজন করেছেন। সেখানে মুসলিম সংগঠনসহ বিভিন্ন লোকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই সান্ধ্যভোজ বয়কট করতে মুসলামানদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ‘আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন’ নামে বিচারকদের একটি সংস্থা।
ইসরায়েলের প্রতি বাইডেনের ক্রমাগত সমর্থনের কারণেই মুসলিম দলগুলো তার প্রতি ক্ষুব্ধ। বাইডেনের সান্ধ্যভোজ বয়কট করে ‘ফিলিস্তিনিদের সঙ্গে ঈদ’ নামে অন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্থাটি।
সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সে সময় ইসরায়েলের পক্ষে জোরালো সমর্থন ব্যক্ত করেন এই মার্কিন প্রেসিডেন্ট। তার এমন অবস্থানের প্রতিবাদে বিভিন্ন মুসলিম সংগঠন হোয়াইট হাউসের সান্ধ্যভোজে অংশ নেবে না বলে জানিয়েছে।
আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন বলছে, সাম্প্রতিক সময়ে দেওয়া প্রেসিডেন্ট বাইডেন, হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিড প্রাইসের বিভিন্ন বিবৃতিতে পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের জাতিগত নির্মূলের ঘটনা, রমজানে আল আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর ইসরায়েলিদের আগ্রাসন এবং গাজার সাম্প্রতিক হামলায় শত শত ফিলিস্তিনির মৃত্যুর ঘটনাকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে।
তারা বলছে, ‘আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিশ্বজুড়ে সব মুসলিমদের জোট হয়ে আমরা মুসলিম কমিউনিটিকে হোয়াইট হাউসে নৈশভোজ বয়কট করার আহ্বান জানাচ্ছি।’