অনলাইন ডেস্ক
হবিগঞ্জ শহরের ভেতর দিয়ে প্রবাহিত খোয়াই নদীর দিক ১৯৮০ সালে পরিবর্তন করে শহরের বাইরে নেয়া হয়। আর পুরাতন নদীটি ভরাট করে স্থাপনা নির্মাণ করে ফেলেন বাসিন্দারা। এতে বন্ধ হয়ে যায় শহরের পানি নিস্কাশনের রাস্তা।
পুরাতন নদীটির বেশিরভাগ অংশ দখল হয়ে গেছে। যেটুকু অবশিষ্ট আছে তা পরিস্কার না করায় পরিণত হয়েছে নর্দমায়। এমন পরিস্থিতিতে পুরাতন খোয়াই নদী পরিস্কারের উদ্যোগ নেয় পৌরসভা। এতে খুশি বাসিন্দারা।
পুরাতন খোয়াই নদীটি দখলমুক্ত হলে জলাবদ্ধতা কমার পাশাপাশি নাগরিক সুবিধা বাড়বে বলে মনে করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদকতোফাজ্জল সোহেল।
এদিকে, পুরাতন খোয়াই নদীর ভূমি ও আবর্জনামুক্ত করে দু’পাড়ে ওয়াকওয়ে নির্মাণ করা হবে বলে জানালেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মো. আতাউর রহমান সেলিম। ইতিমধ্যে পুরাতন স্থানীয় বাসিন্দাদের নিয়ে একাধিকবার সভা করেছে পৌরকর্তৃপক্ষ। এই উদ্যোগ সফল হলে কয়েকশ’ কোটি টাকার ভূমি উদ্ধার হবে বলে জানান সংশ্লিষ্টরা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা