অনলাইন ডেস্ক
গতকাল শুক্রবার রাতে পাঠানো এক বিবৃতিতে প্রত্যাখ্যানের বিষয়টি জানান চিকিৎসকরা। বিবৃতি দেওয়া চিকিৎসকদের মধ্যে রয়েছেন- প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. গাজী আব্দুল হক, অধ্যাপক ডা. বায়েছ ভূঁইয়া, অধ্যাপক ডা. মওদুদুল আলামগীর পাভেল, অধ্যাপক ডা. এন এ কামরুল আহসান, অধ্যাপক ডা. আজিজ রহিম, অধ্যাপক ডা. শামিমুর রহমান, অধ্যাপক ডা. হারুন-আল-রশিদ, অধ্যাপক ডা. সৈয়দ মাহবুবুল আলম, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও অধ্যাপক ডা. নিলুফার বেগম।
বিবৃতিতে চিকিৎসকরা বলেন, ‘গত ৫ আগস্ট ছাত্র-জনতার এক রক্তক্ষয়ী আন্দোলন ও আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারের হাত থেকে নবজাগরণ হয়েছে। হাজার হাজার ছাত্র-জনতা আত্মাহুতি ও আহত হয়েছেন। ঠিক সেই বাস্তবতায় দাঁড়িয়ে স্বাস্থ্য কাঠামো সংস্কারের জন্য যে বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা চিকিৎসক সমাজ এই প্যানেলের ব্যক্তিবর্গকে দেখে বিস্মিত ও হতবাক। এই প্যানেলের আহ্বায়ক ১/১১-এর সুবিধাভোগী। সদস্য সচিব বিগত ফ্যাসিস্ট সরকারের ধারক ও বাহক। অন্য বেশির ভাগ সদস্য সরাসরি বিগত সরকারের সুবিধাভোগী।’
চিকিৎসকরা বলেন, ‘আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই ঘোষিত কমিটি ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের চেতনার সুস্পষ্ট পরিপন্থি। চিকিৎসক সমাজ এই কমিটিকে প্রত্যাখ্যান করছে। অতি দ্রুত এই কমিটি বাতিল করে ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশকারী চিকিৎসক সমাজের প্রতিনিধিত্ব রেখে কমিটি পুনর্গঠন করে আন্দোলনের চেতনাকে বাস্তবায়ন করতে হবে।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা