বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও বেশ প্রভাবশালী অভিনেতা ছিলেন সন্তু। দীর্ঘদিন ক্যান্সার ও বার্ধক্যজনিত সমস্যা ভুগছিলেন তিনি।
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বাবা অভিনেতা সন্তু মুখোপাধ্যায় মারা গেছেন। বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কলকাতায় নিজের বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।
ভারতীয় গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানিয়েছে, মৃত্যুকালে সন্তু মুখোপাধ্যায়ের বয়স হয়েছিল ৬৯ বছর। দীর্ঘদিন ক্যান্সার ও বার্ধক্যজনিত সমস্যা ভুগছিলেন তিনি।
বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও বেশ প্রভাবশালী অভিনেতা ছিলেন সন্তু। তাঁর মৃত্যুতে টালিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তাপস পালের মৃত্যুতে শোকস্তদ্ধ টালিউড (ভিডিও)
তার মৃত্যুতে শোকবার্তা জ্ঞাপন করেছেন মাধবী মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং কৌশিক গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকে।
১৯৭৫ সালে তপন সিংহের ‘রাজা’ চলচ্চিত্রের মাধ্যমেই তাঁর বড়পর্দায় অভিনয়ের শুরু। এরপর একে একে তরুণ মজুমদার, হরনাথ চক্রবর্তীর মতো পরিচালকের ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘হারমোনিয়াম’, ‘সংসার সীমান্তে’, ‘গণদেবতা’সহ অজস্র চলচ্চিত্রতে তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শককুল। অভিনয়ের পাশাপাশি চমৎকার গানও গাইতেন সন্তু। জিনিউজ।
Like & Share our Facebook Page: Facebook