স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামীকে এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী আবুল কালাম (৪০) প্রায়ই তার স্ত্রী জেসমিন বেগমকে বাবার বাড়ি থেকে যৌতুক এনে দেওয়ার চাপ দিতেন এবং শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর কালাম তার স্ত্রীকে পিটিয়ে জখম করে। এতে জেসমিন অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরে সেই চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়া হয়। সেখানে জেসমিনের শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে পড়ে। এসময় খুলনার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য জেসমিনকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ১৪ সেপ্টেম্বর ঢাকায় নেওয়ার পথে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন জেসমিন।
এ ঘটনায় জেসমিনের ভাই সাইফুল হক আবুল কালামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মঠবাড়িয়া থানায় মামলা করেন।
তদন্ত শেষে মঠবাড়িয়া থানার এসআই মো. আব্দুল হক ওই বছরের ৪ নভেম্বর আবুল কালামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার কাজ শুরু হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম বর্তমানে পলাতক আছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা