অনলাইন ডেস্ক
ওয়াশিংটন পোস্টের এ সাংবাদিককে হত্যার ঘটনায় যুবরাজের যোগসাজশ ছিল বলে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ (ডন) জানিয়েছে, খাশোগিকে অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার ঘটনায় যুবরাজ ও সৌদি কর্মকর্তারা পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র করেছিল।
ডন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে করা মামলায় বলা হয়েছে— তীব্র যন্ত্রণা, ভোগান্তি ও উল্লেখযোগ্য ক্ষতি থেকে যাতে খাদিজাকে স্বস্তি দেওয়া হয়।
২০১৮ সালের ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে বিয়ের কাগজপত্র আনতে যাওয়ার পর খাশোগিকে হত্যা করে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের গুপ্তচররা। আন্তর্জাতিক অঙ্গনে সৌদির এ কার্যত নেতা এমবিএস নামে পরিচিত।
ডনের নির্বাহী পরিচালক সারাহ লিহ হোয়াটসন বলেন, এই হত্যাকাণ্ডে ভূমিকা রাখার পরও এমবিএসকে আমাদের সরকার নিষেধাজ্ঞা থেকে রেহাই দিলেও আইনি প্রক্রিয়া থেকে তিনি বাঁচতে পারবেন না—বিশেষ করে তার কারণে খাদিজার যে ক্ষতি হয়েছে।
এক বিবৃতিতে মানবাধিকার সংস্থাটি বলছে, হোয়াটসঅ্যাপ বার্তা ও গণমাধ্যমের মাধ্যমে যুবরাজকে একটি আইনি নোটিশ পাঠাতে বিকল্প পদ্ধতির অনুমোদন দিয়েছেন বিচারক।
তিনি বলেন, আমরা এমবিএসকে আদালতে দেখতে চাই। এই ঘৃণ্য অপরাধে এমবিএস ও তার সহযোগীদের ভূমিকার সব ধরনের তথ্য পেতে চাই।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা