অনলাইন ডেস্ক
আল রিহলার মতই প্রযুক্তি দিয়ে ভরা আল-হিল্ম। যার অর্থ স্বপ্ন। এই বলটিতেও রয়েছে অফ-সাইড সেন্সর। এবারের বিশ্বকাপে নির্ভুলভাবে এই প্রযুক্তি ব্যবহার করে অফ-সাইড সিদ্ধান্তে সাফল্য পাওয়া গেছে।
কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চালানো আল রিহলা’র অর্থ ছিলো সফর। সবাই বিশ্বকাপের জন্য সফর শুরু করে আল রিহলা দিয়ে। ৩২ দেশ থেকে শিরোপার স্বপ্ন এখন টিকে আছে কেবল চার দলের। সেখান থেকেই বলটির নামকরণ করা হয়েছে আল-হিল্ম।
দেখতে কিছুটা ভিন্নতা আনা হয়েছে আল-হিল্ম’এ। তবে আল রিহলা’র মতই সেমি-অটোমেটেড প্রযুক্তি যুক্ত আছে আল-হিল্ম’এ।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১ টায় প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে হট ফেভারিট আর্জেন্টিনা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা