অনলাইন ডেস্ক
তিনি বলেন, বিএনপি আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়বে। কেননা আওয়ামী শাসন আমলে আমাদের যে সন্তানরা যোগ্যতা থাকতেও চাকরি পায় নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পেট ভরে খেতে পারে নাই। আমাদের যেখানে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা ছিল না। সেই বাংলাদেশকে পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। সেখানে আমরা বলতে পারবো সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের স্বার্থ।
রোববার (১৫ জুন) লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে লালপুর উপজেলা ও গোপালপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণ আয়োজিত ঈদ পুনর্মিলনী এবং জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারজানা শারমিন পুতুল বলেন, রাজনীতিতে নতুন ধারা আসতে যাচ্ছে। সন্ত্রাস, দখলদার, চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত ধারার রাজনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য সবাই একত্রিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাণ্ডারি হিসেবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণ করতেই হবে। গত ১৭ বছর স্বৈরাচারী হাসিনা মাফিয়াতন্ত্র কায়েম করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। সংবিধানকে কেটে ছিড়ে রক্তাক্ত করেছে। আমাদের ভাইদের গুম করেছে, ক্রসফায়ারে হত্যা করেছে। গণঅভ্যুত্থানে নিরস্র আমাদের সন্তানদের ওপর গুলি চালিয়েছে। আমরা এই প্রত্যেকটি ঘটনার বিচার করতে চাই। এর আগে সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন— লালপুর-বাগাতিপাড়া আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের প্রার্থী এবং সাবেক এমপি ও মন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের সহধর্মিণী অধ্যক্ষ কামরুন নাহার শিরিন। তিনি বলেন, আমাদের পরিবারের সবার সিদ্ধান্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী হিসেবে আমার মেয়ে ফারজানা শারমিন পুতুলকে দেখতে চাই। আমার দলের সব নেতাকর্মীকে পুতুলের পাশে থাকার জন্য আহ্বান করছি।
অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য দেন— গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম , লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন উর রশীদ পাপ্পু, ৫ নম্বর বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু প্রমুখ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা