অনলাইন ডেস্ক
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্মবার্ষিকী আজ। তুলির আঁচড়ে দেশ, মাটি, মানুষের চিত্র তুলে ধরা এই গুণী শিল্পীর খ্যাতি ছড়িয়েছিলো আন্তর্জাতিক পরিমন্ডলে। মৃত্যুর পর তাঁর বাড়িটিকে ঘিরে গড়ে তোলা হয়েছে সুলতান কমপ্লেক্স। যেখানে নিয়মিতই ভিড় করেন দর্শনার্থীরা। স্বনামধন্য এই শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ছাটবেলা থেকেই ছবি আঁকার প্রবল ঝোঁক ছিল এস এম সুলতানের। শিল্পী ফুটিয়ে তুলেছেন আবহমান বাংলার গ্রামীণ ঐতিহ্য, জীবনের প্রাণপ্রাচুর্য্য, শ্রেণি সংগ্রামের ছবি। খেটে মানুষদেরকে তিনি পেশী বহুল শক্তিশালী জাতি হিসেবে ফুটিয়ে তুলেছেন ছবিতে। দেশে বিদেশে সমাদৃত এই শিল্পী পেয়েছেন স্বাধীনতা ও একুশে পদক। আন্তর্জাতিক সম্মাননাও পেয়েছেন অনেক।
সুলতান কমপ্লেক্সের তত্বাবধায়ক কিউরেটর তন্দ্রা মূখাজী জানিয়েছেন, সুলতান সংগ্রহশালার উন্নয়নসহ এলাকাটি আরও পর্যটনবান্ধব করতে নানা পরিকল্পনা রয়েছে তাদের।
১৯২৪ সালের ১০ ই আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্ম এস এম সুলতানের। আর ১৯৯৪ সালের ১০ই অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রিয় জন্মভূমি নড়াইলের সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত আছেন বরেণ্য এই চিত্রশিল্পী।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা