অনলাইন ডেস্ক
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনাস্থলে এসেছে সেনাবাহিনীর সিডিআরটি ও বোম্ব ডিসপোজাল ইউনিটের দুটি দল।
রোববার (৫ মার্চ) বিকেল সোয়া তিনটার দিকে তারা ঘটনাস্থলে আসে।
সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের এক সদস্য ঢাকা পোস্টকে জানান, সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধানে সেনাবাহিনীর কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিম (সিডিআরটি) ও বোম্ব ডিসপোজাল ইউনিটের দুটি পৃথক দল ঘটনাস্থলে এসেছে।
এরইমধ্যে অত্যাধুনিক সরঞ্জামের সংযোজনে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ করেছে দুটি টিম। অনুসন্ধান কাজ সম্পাদনের পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- শফিকুজ্জামান (৪৫), আব্দুল মান্নান (৬৫) ও তুষার (৩৫)।
আরোও পড়তে পারেন : মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন