অনলাইন ডেস্ক
স্বার্থান্ধ ও সাম্প্রদায়িক অপশক্তির সাথে সমঝোতাই এখন বিএনপির রাজনীতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশের নষ্ট রাজনীতির হোতা। নষ্ট রাজনীতির চর্চা করছে বলেই সময়টা তাদের কাছে নষ্ট মনে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির রাজনীতি এখন দুঃসময় অতিক্রম করছে। সরকার নয়; ফ্যাসিবাদী চরিত্র এখন বিএনপির রাজনীতিতে সুস্পষ্ট বলেও জানান তিনি।
আরোও পড়তে পারেন : আবারও কমল সোনার দাম