অনলাইন ডেস্ক
কর্মস্থলে সহজে যাতায়াতের বড় মাধ্যম হয়ে উঠছে পরিবেশবান্ধব এ বাহনটি।
সংশ্লিষ্টরা বলছেন, করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে দেশ কার্যত অবরুদ্ধ। গণপরিবহনসহ বিভিন্ন যানবাহন চলাচলে চলছে নিষেধাজ্ঞা। যেসব পরিবহন চলছে সেখানেও রয়েছে করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি। সবসময় বাহন পাওয়া যায় না। যাতায়াতের খরচও বেশি। এসব বিষয় চিন্তা করে এখন নিরাপদ ও সাশ্রয়ী বাহন হিসেবে বাইসাইকেল বেছে নিচ্ছেন কর্মজীবীরা।
ফলে মহামারির এ সময়ে বাইসাইকেল বিক্রি বেড়ে গেছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। কয়েকটি প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা যায়, নিরাপদ ও পরিবেশবান্ধব বাহনটির বিক্রি বাড়াতে ইতোমধ্যে বাইসাইকেলের বিক্রির ওপর নানা অংকের নগদ মূল্যছাড় দেয়া হচ্ছে। পাশাপাশি হোম ডেলিভারিও দিচ্ছে বিভিন্ন বিক্রয় ও উৎপাদনকারী প্রতিষ্ঠান।
স্বাস্থ্যসচেতন মানুষের কাছে নগদ মূল্যছাড় সহ বিভিন্ন অফার দিচ্ছে দেশের জনপ্রিয় বাইসাইকেল ব্র্যান্ড ‘দুরন্ত’। ঘরে বসেই দুরন্ত বাইসাইকেল কেনার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। নির্দিষ্ট মডেলের দুরন্ত বাইসাইকেল কিনলেই ক্রেতাদের ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে তারা।
নিজস্ব পরিবহনে ভাইরাস সংক্রমণের ঝুঁকি কম। এছাড়া সাইকেল ব্যবহারে শারীরিক ব্যয়াম হয়। তাই নিরাপদ ও পরিবেশবান্ধব বাহন বাইসাইকেল অনলাইনে বিক্রিতেও ব্যাপক সাড়া পড়েছে। fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা