অনলাইন ডেস্ক
অবশেষে দীর্ঘদিনের প্রেমিক রক্ষিত কেজরিওয়ালার সাথে সাত পাকে বাঁধা পড়লেন প্রিয়াঙ্কা চোপড়ার বোন মীরা চোপড়া। গতকাল মঙ্গলবার (১২ই মার্চ) কাছের মানুষদের উপস্থিতিতে ব্যবসায়ী রক্ষিত কেজরিওয়ালকে বিয়ে করেন তিনি।
মীরা ও রক্ষিতের বিয়ের আসর বসেছিল জয়পুরে। এসময় বলিউডের অন্য আট দশটা বিয়ের মত অন্য রংয়ের পোশাক না পড়ে লাল লেহেঙ্গায় সেজে উঠেন মীরা। তার সঙ্গে ছিল মানানসই গয়না এবং মেকআপ। নববধূর মুখের হাসিও ছিল দেখার মতো। অন্যদিকে, স্বামী রক্ষিতের পরনে ছিল সাদা শেরওয়ানি, গলায় হার, চোখে কালো চশমা।
বিয়ের ছবি শেয়ার করে মীরা ইনস্টাগ্রামে লেখেন, ‘সুখে, ঝগড়ায়, হাসি, কান্নায়, সারা জীবনের স্মৃতি তৈরি হবে তোমার সঙ্গে। সব জন্মেই তোমাকে চাই।’
মীরার বিয়েতে যোগ দিয়েছেন প্রযোজক আনন্দ প-িত, জয়ন্তীলালা গাদা, কুমার মঙ্গট, সন্দীপ সিং, পরিচালক প্রযোজক মধুর ভান্ডারকর, অভিনেতা অরুণ বাজওয়া, গৌরব চোপড়াসহ আরও অনেকেই। তবে মীরার বিয়েতে বোন প্রিয়াঙ্কা আসতে পারেননি। জানা গেছে, কিছু পেশাগত প্রতিশ্রুতির কারণে প্রিয়াঙ্কা এই বিয়েতে উপস্থিত হতে পারেননি। তবে প্রিয়াঙ্কা না থাকতে পারলেও তার মা মধু চোপড়া উপস্থিত ছিলেন মীরার বিয়েতে।
পেশায় মীরা একজন মডেল এবং অভিনেত্রী। হিন্দি ছবির পাশাপাশি তামিল, তেলুগু ইন্ডাস্ট্রিতেও কাজ করেন তিনি।