ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীরা মতো নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করছেন আজও। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে নীলক্ষেত মোড়ে জড়ো হয়ে দ্বিতীয় দিনের মতো আন্দোলন শুরু করেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থী সিজিপিএ ২-এর কম পেলে পরবর্তী বর্ষে তাকে উত্তীর্ণ করানো হয় না। আগে এ বিষয়ে কোনো নোটিশ না দিয়েই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে। অথচ ভালো পরীক্ষা দিয়েও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ে গণহারে ফেল করেছেন তারা। এতে তারা বিপাকে পড়েছেন। এই নিয়ম কার্যকরের ফলে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারছেন না অনেক শিক্ষার্থী। এ কারণে আন্দোলনে নেমেছেন তারা।
এক শিক্ষার্থী বলেন, ২০১৮ সালের ডিসেম্বরে তাদের পরীক্ষা শেষ হলেও ফল প্রকাশিত হয়েছে চলতি বছরের ১৫ জুলাই। আবার এই ফলে তাদেরকে গণহারে ফেল করানো হয়েছে৷ সিজিপিএ ২-এর কম পেলে আমাদের মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই। ফলে এই নিয়ম চান না তারা।
NB:This post is copied from kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা