অনলাইন ডেস্ক
সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। অসুস্থতা নিয়ে বুধবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
বর্তমানে তিনি বিএসএমএমইউ’র ভিআইপি ডিলাক্সের কেবিন নম্বর ৬১২তে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে মঙ্গলবার একই হাসপাতালে ভর্তি হন তার স্ত্রী ডালিয়া ফিরোজ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দু’জনই সুস্থ আছেন। আজ দুপুর ১২টায় তাদের বিষয়ে মেডিকেল বোর্ড বসার কথা রয়েছে। গত ৩১ ডিসেম্বর শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন প্রধান বিচারপতি। মঙ্গলবারই তিনি আপিল বিভাগে করোনার সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পরের দিনই ভার্চুয়াল আদালত চালু হয়।
আরোও পড়তে পারেন : ড. ইউনূসের মালয়েশিয়া সফর : প্রতিরক্ষাখাতে চুক্তিসহ হতে পারে ৩ সমঝোতা