অনলাইন ডেস্ক
ব্যবসায়ীরা বলছেন, নতুন তেল বাজারে না আসায়, আগের দামেই বিক্রি করা হচ্ছে। রমজান সামনে রেখে আরও যে তিন পণ্যের শুল্ক কমানো হয়েছে সেগুলোর ক্ষেত্রেও একই চিত্র। চিনি, খেজুর ও ডাল বিক্রি হচ্ছে আগের মূল্যেই। সরকার মূল্য নির্ধারণ করে দিলেও বাজারে তার প্রভাব নেই।
গেলো পহেলা মার্চ থেকে লিটারে দশ টাকা কমিয়ে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে সয়াবিন তেলের দাম। রমজান মাস সামনে রেখে নির্ধারিত দামে তেল বিক্রির ওপর জোর দিয়েছে মন্ত্রণালয়। তবে, বাজারের চিত্র ভিন্ন। নির্দেশনার কোন প্রয়োগ নেই। পুরনো দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল।
রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।
কারণ হিসেবে ব্যবসায়ীরা যা বলছেন, তাও নতুন কিছু নয়। সরকার নির্ধারিত মূল্যে বোতলজাত করা সয়াবিন তেল এখনও বাজারে আসেনি। তাই আগের দামেই বিক্রি করা হচ্ছে।
রমজান মাস সামনে রেখে শুল্ক কমানো অন্য তিন পণ্য চাল, চিনি ও খেজুরের দামেও পরিবর্তন আসেনি। বিক্রি হচ্ছে চড়া দামে।
কারওয়ান বাজারে কয়েকঘন্টা অবস্থান করে বাজার তদারকির কোন উদ্যোগও চোখে পড়েনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা