অনলাইন ডেস্ক
রিজভী বলেন, দুর্নীতিগ্রস্ত সরকার দেশকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখান থেকে সরে আসার কোনো সুযোগ নাই। তারা বিএনপি নেতাকর্মীদের রমজান মাসেও মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার শুরু করেছে। বর্তমানে সরকার আন্তর্জাতিকভাবে প্রবল চাপের মুখে আছে। তারা এখন বিএনপির মতো দলকে উচ্ছেদ করার জন্য মহাপরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে।
রোববার (১০ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, আজ চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক আদালতে হাজিরা দিতে গেলে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গাফ্ফার এবং ঢাকা মহানগর কোতোয়ালি থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. গিয়াস সিকদারকে গতরাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এমনকি, ফেনী সোনাগাজী উপজেলার ছাত্রদলের সদস্য সচিব সোহাগ নুরের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে।
বিএনপির এই নেতা বলেন- হিংসা, সন্ত্রাসবাদ, বিরোধী দলের ওপর নিপীড়ন-নির্যাতনসহ হরেক রকমের অনাচারে দেশকে ভরিয়ে তুলেছে সরকার। মত প্রকাশের স্বাধীনতা, উদার মনোভাব, সবার একত্রীকরণ, বিনা বাধায় নিজের পছন্দ মতো বিশ্বাস নিয়ে চলার অধিকার আর নেই সাধারণ মানুষের।
রিজভী বলেন, তারা মনে করছেন বিএনপির নিরাপরাধ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে নিজেদের ক্ষমতা কণ্টকমুক্ত রাখা যাবে। কিন্তু তাদের এই ধারণা অমূলক। এসব অপকর্ম করে তারা ক্ষমতা ধরে রাখতে পারবেন না। গণতন্ত্রকে হত্যা করে আর ক্ষমতায় থাকা যাবে না।
রিজভী বলেন, এই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার কায়েমের জন্য দিনের পর দিন হরতাল, ধ্বংসাত্মক জ্বালাও-পোড়াও, কর্মসূচি চালিয়েছিল। সেই তারাই আবার গায়ের জোরে তা সংবিধান থেকে মুছে দিয়ে নিজেদের অধীনে নির্বাচন করতে চাচ্ছে।
তিনি অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাদের মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, কৃষকদলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা