অনলাইন ডেস্ক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগামী ৫ জানুয়ারী অনুষ্টিতব্য পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। সোমবার (৩ জানুয়ারী) বিকেলে উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচনে আচরণবিধি প্রতিপালনে জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এসময় ৬টি মামলায় ২৮ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শ্রীমঙ্গল থানা পুলিশের সহায়তায় ও জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলার ভূনবীর, মির্জাপুর, আশিদ্রোন, শ্রীমঙ্গল ও কালাপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আচরণবিধি লঙ্ঘন করায় ৬ প্রার্থীকে ২৮ হাজার টাকার অর্থদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অীফসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম জানান, আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে নির্বাচনের দিন পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
আরোও পড়তে পারেন : গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-আগুন