গাজীপুরের শ্রীপুরে একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডে দগ্ধসহ ছয়জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় জারবা টেক্সটাইলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধসহ আহতরা হলেন-ইলেক্টিশিয়ান সাইফুল ইসলাম (৩৪), হাসান মিয়া (২৬), মিজান (২২), ইউটিলিটি রাজীব (২৭), রিপন মিয়া (৩৫) ও ফায়ার কর্মকর্তা সিদ্দিকুর রহমান (৩৫)।
এ ব্যাপারে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল গণমাধ্যমকে জানান, মিলের জেনারেটর রুমে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিলের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন আগুন নেভানো হয়। আগুনে মিলের কর্মরত দুইজন দগ্ধসহ ছয়জন আহত হয়েছে। তিনি আরো জানান, আহতদের মধ্যে সাইফুল ও হাসানকে দগ্ধ এবং মিজান ও রাজীবকে আঘাতপ্রাপ্ত আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পাঠানো হয়েছে। এছাড়া আহত সিদ্দিকুর রহমান ও রিপনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গ্যাসের চাপ থেকে জেনারেটর রুমে আগুন লাগে।
NB:This post is copied from kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা