অনলাইন ডেস্ক
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৪ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এ অভিযান পরিচালনা করে।
ভবনটির নিচতলা, দোতলা এবং তিন তলায় বার ছিল বলে জানা গেছে। বারের স্বত্বাধিকারী, ম্যানেজার, কর্মীসহ অনেককেই অভিযানের সময় পাওয়া যায়নি। অভিযানের শুরুতে দেখা যায়, বারটির স্টোরেজ তালাবদ্ধ অবস্থায় আছে। ভবনের ৪র্থ তলায় বিপুল পরিমাণ অবৈধ মদের মজুদ ছিল। আর নিচে সুড়ঙ্গের ভেতরেও পাওয়া গেছে বিপুল পরিমাণ মাদক। এছাড়া ভবনটিতে রাখা খাটিয়া ও সুড়ঙ্গের নিচেও মাদক পাওয়া গেছে।
জানা গেছে, এ অভিযানে প্রায় ২৫০০ পিস দেশি বিয়ার, ৭০০ বোতল বিদেশি মদ, ১৫০০ পিস বিদেশি বিয়ার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য কোটি টাকার ওপরে।
নির্মাণাধীন ওই ভবন থেকে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের থেকে জানা গেছে, যাদের মদ সেবনের লাইসেন্স নেই তারা এখান থেকে মদ নিতো, মূলত লাইসেন্সবিহীন মদের জন্যই পরিচালিত হতো এ গোপন বার। বারের মালিক বৈধ ব্যবসার আড়ালে অবৈধ মদের ব্যবসা চালাত বলে জানিয়েছে র্যাব।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা