বৃটিশ বিরোধী আন্দোলনের বীর সেনানী মাষ্টার দা সূর্যসেন এর প্রহসনের বিচার ও অন্যায় হত্যাকান্ডের বিষয়বস্তুকে উপজীব্য নাটক ট্রায়াল অব সূর্যসেন। ঢাকা পদাতিকের এই নাটকটি শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায়।
নাট্যজন মাসুম আজিজ- এর রচনা ও নির্দেশনায় ঢাকা পদাতিক এর ৩৮ তম প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্যসেন’। ইতিহাস নির্ভর এ নাটকের চরিত্র সমূহ সূর্যসেন, প্রীতিলতা, কল্পনা দত্ত, অম্বিকারায়, নির্মলসেন …. বৃটিশ উকিল, বাঙালী উকিলসহ প্রায় ৪০টি চরিত্র উঠে এসেছে এ নাটকে।
আরও পড়ুন : হুমায়ূন আহমেদের কে কথা কয় এর নাট্যরুপ নদ্দিউ নতিমের ৫৫তম প্রদর্শনী ১৮ নভেম্বর
নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, আব্দুল্লাহ রানা, হাসনা হেনা শিল্পী, মাহাবুবুর রহমান টনি, সাবিহা জামান, শ্যামল হাসান,আক্তার হোসেনসহ অন্যান্য কলাকুশলির নামের তালিকা সংযুক্ত করলাম যাদের অভিনয়ে জীবন্ত হয়ে উঠবে প্রহসনের বিচারের চিত্র। প্রহসনের বিচার ও অন্যায় হত্যাকান্ডের বিষয়বস্তুকে উপজীব্য নাটকটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে প্রদর্শিত হবে।
নাট্যকার মাসুম আজিজ জানান, ওদের পথ হয়তো ভুল ছিলো, কৌশলে ত্রুটি ছিলো, আবেগের বাড়াবাড়ি ছিলো, গুলির মুখে, ফাঁসির দড়িতে, পুলিশের লাঠির আঘাতে, গোয়েন্দা পুলিশ অফিসের গোপন কুঠুরীর নির্মম অত্যাচারে ওরা সময়ের আগেই বিদায় নিয়েছে, এই সুন্দর ধরনী থেকে। সেই রক্তের, সেই আত্মত্যাগের সুচীশুভ্র পথ ধরে ক্রমাগত হাঁটতে হাঁটতে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা। ওদের কথা ভোলা যাবে না তো। সৎ মূল্যটুকু যে ওদের পাওনা।নাটকটি নিয়ে ভাবনাটার শুরু এখান থেকে। তাও প্রায় বছর দু’য়েক আগে।
তিনি জানান, শেষমেষ ভেবে দেখলাম সহজ করে সহজ কায়দায় গল্পটা বলে যাই। আমার মনে হয় দর্শক বিশ্বাস করবেন। আর আমরা তো ইতিহাসকে আশ্রয় করেছি কেবল। প্রকৃত অর্থে ইতিহাস বর্ণনা করতে চাইনি। ইতিহাস এসেছে ব্যাখ্যার প্রয়োজনে। মাষ্টারদাকে আজকের সময়ের মুখোমুখি দাঁড় করানোটাই আমরা জরুরি ভেবেছি। দর্শকদের করেছি বিচারক। বিচার করবেন গল্প আর এই প্রযোজনাটিকেও।