নিজের এবং পরিবারের সদস্যদের স্বপ্ন পূরণের লক্ষ্যে অস্ট্রেলিয়ায় শরনার্থী হয়ে যাওয়া বাংলাদেশী মো. মহসিন মিয়া (৩২) আত্মহত্যা করেছেন।
অস্ট্রেলিয়া প্রবাসী রাজিয়া সুলতানা হেলেন জানান, সিডনির ল্যাকেম্বাস্থ ৫৮ নং কুইক স্ট্রিট এর দারুল উলুম মসজিদ সংলগ্ন কনস্ট্রাকশান জোনের পিছনের অংশে ২০ অক্টোবর অক্টোবর আনুমানিক সকাল থেকে বিকাল ৫.৩০ এর মধ্যে যেকোন সময় মহসিন মিয়া গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশের ধারণ। বিকালে আছর নামাজ পড়তে আসা কিছু মুসল্লি পিছনে অন্ধকার জায়গায় লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।রবিবার ছুটির দিন বলে ভবনের এদিকটায় কোন লোকজন ছিলনা।
বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালি উপজেলার মোতরাপুর গ্রামের বাসিন্দা মহসিন জীবন ও জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি জমান প্রায় ১০ বছর আগে। ৪ বোন ৩ ভাইয়ের মধ্যে মহসিন ছিল দ্বিতীয়।
মালয়শিয়া, ইন্দোনেশিয়া হয়ে উত্তাল প্রশান্ত মহাসাগর বোটে পাড়ি দিয়ে প্রায় ২/৩ বছর আগে মহসিন অস্ট্রেলিয়াতে আসেন।তিনি এসাইলাম সিকার হিসাবে অবস্থান করছিলেন।
তার বন্ধুরা জানায়, বেশ কিছুদিন আগে তার সমস্ত আবেদন অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষ রিফিউজ করে দিয়ে দেশে চলে যাওয়ার নির্দেশ প্রদান করে ,যার কারনে তার সমস্ত সরকারী সুযোগ সুবিধা যেমন চিকিৎসা, ওয়ার্ক পার্মিট , রিফিউজি ভাতা বাতিল হয়ে যায়। তার পারিবারিক সূত্র জানায়, মহসিন মানসিক ও শারীরিক ভাবে অসম্ভব রকম ভেঙ্গে পড়েছিলেন।তার পরিবার দেশ থেকে তার জন্য টাকাও পাঠাতেন।মা তাকে দেশে চলে ফিরে আসার জন্য অনুরোধ করেন। অস্ট্রেলিয়াতে ১০ টি প্রধান মৃত্যুজনিত কারণের মধ্যে আত্মহত্যা একটি অন্যতম কারণ।
২০১৮ সালের পরিসংখ্যান অনুযায়ী অস্ট্রেলিয়াতে ৩০৪৬ টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। যার তিন ভাগ পুরুষ আর এক ভাগ নারী।মানুষের আত্মহত্যার একক কোন কারণ নেই । বহুবিদ কারণ এর সাথে এটি সম্পর্কিত । এ জাতীয় অনাকাংক্ষিত দুর্ঘটনা থেকে পরিত্রানের সাহায্যর জন্য ২৪/৭ ফোন করতে পারেন ০০০, লাইফ লাইন ১৩১১১৪ ফ্রি কাউন্সিলিং এর জন্য নম্বর ১৩০০৬৫৯৪৬৭।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা