অনলাইন ডেস্ক
প্রতিবেদনে বলা হয়েছে, লোহিত সাগরে কন্টেইনারবাহী জাহাজে হামলা হয়েছে। এরপর মার্কিন যুদ্ধজাহাজ দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এসব ক্ষেপণাস্ত্র ইয়েমেন থেকে ছোড়া হয়েছিল।
সেন্টকম জানিয়েছে, গত ১৯ নভেম্বর থেকে ধারাবাহিক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহীরা। সবশেষ এটি নিয়ে ২৩তম বারের মতো জাহাজে হামলা হয়েছে। জাহাজের হামলা হলেও এটি সমুদ্রে চলাচলের উপযোগী রয়েছে। এছাড়া হামলায় জাহাজের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর লোহিত সাগরে ধারাবাহিক বাণিজ্যিক জাহাজে হামলা হচ্ছে। জাহাজে হামলার কারণে এ পথ দিয়ে চলাচলকারী কোম্পানিগুলো তাদের পথ পরিবর্তন করছে। সবশেষ লোহিত সাগরে পাকিস্তানগামী জাহাজে হামলা হয়েছে।
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা জানিয়েছে, তারা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। একই সময় ইসরায়েলের বন্দরনগরী এইলাতেও হামলা চালানো হয়। গাজায় ইসরায়েলের অভিযান শেষ করার জন্য চাপ দিতে এমন হামলা করা হয়েছে বলে দাবি দলটির।
হুতির সামরিক বিভাগের মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ এমএসসি ইউনাইটেড ভেসেলেও ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। জাহাজটিকে তিনবার সতর্কবার্তা দেওয়ার পরও তা প্রত্যাখ্যান করায় এ হামলা করা হয়েছে।
শিপিং কোম্পানি এমএসসি জানিয়েছে, এমএসসি ইউনাইটেড-৮ জাহাজটি সৌদি আরবের কিং আব্দুল্লাহ বন্দর থেকে পাকিস্তানের করাচি যাচ্ছিল। মঙ্গলবার এ জাহাজটিতে হামলা হয়েছে। তবে হামলার পরও জাহাজের সব ক্রুরা অক্ষত রয়েছেন।
কোম্পানিটি জানিয়েছে, তারা জাহাজে হামলার ঘটনাটি মূল্যায়ন করছে এবং লোহিত সাগরের নিরাপত্তায় গঠিত মার্কিন জোটকে বিষয়টি অবহিত করেছে।
এর আগে লোহিত সাগরে ভারতগামী একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা গত শনিবার (২৩ ডিসেম্বর) ভারতীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা