অনলাইন ডেস্ক
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের শতবছরের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলাকে ঘিরে চলা তিনদিনের বৈশাখী মেলা শুক্রবার শেষ হয়েছে। মেলার বিদায় বেলায়, নগরীর লালদীঘিতে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে পণ্য বেচা-কেনা জমে উঠেছিল। চট্টগ্রামবাসীর আবেগ, ইতিহাস, ঐতিহ্যের অংশ বলীখেলা ও মেলা আগামীতে এ ধারা বজায় রাখবে বলে আশা বন্দরনগরীর বাসিন্দাদের।
বাংলা পঞ্জিকা অনুসারে ১২ই বৈশাখ চট্টগ্রাম নগরীর লালদীঘি মাঠে অনুষ্ঠিত হয় ‘আব্দুল জব্বারের বলী খেলা’। এবার বসেছিল এই খেলার ১১৫তম আসর। এই খেলাকে কেন্দ্র করে মাঠের আশপাশের প্রায় দেড় বর্গকিলোমিটার জায়গাজুড়ে বসে তিন দিনব্যাপী বৈশাখি মেলা। ২৫শে এপ্রিল থেকে শুরু হওয়া মেলায় দেশের নানা প্রান্ত থেকে আসা বিক্রেতারা বিভিন্ন লোকজ শিল্পের পাশাপাশি গৃহস্থালী জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেন।
দেশের অন্যান্য জায়গার মত চট্টগ্রামের ওপর দিয়ে তাপদাহ বয়ে গেলেও, মেলার প্রতিদিন ছিলো ক্রেতাদের উপচে পড়া ভীড়। ক্রেতারা জানালেন সারাবছর এই বৈশাখী মেলার জন্য অপেক্ষায় থাকেন তারা।
বাংলার চিরায়ত ঐতিহ্যকে ধরে রাখতে এই মেলা গুরুতব্পূর্ণ ভূমিকা রাখছে বলে জানালেন আয়োজকরা।