বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও টেকসইভাবে ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ভারত।
রবিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই আহ্বান জানান। ব্যাংককে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনের ফাঁকে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘প্রধানমন্ত্রী ভারত, বাংলাদেশ ও মিয়ানমার—এই তিন প্রতিবেশী রাষ্ট্র এবং আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া লোকদের দ্রুত, নিরাপদ ও টেকসইভাবে তাদের বাড়িঘরে ফেরার ওপর জোর দিয়েছেন।’
উল্লেখ্য, বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে কয়েক বছর ধরেই ভারতের জোরালো সমর্থন ও ভূমিকা প্রত্যাশা করে আসছে। এবারই প্রথম ভারত ও মিয়ানমারের মধ্যে শীর্ষ পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা ইস্যু এত সুনির্দিষ্টভাবে এসেছে এবং এই সংকট সমাধানে কার্যত তাগিদ দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী কার্যালয়ের ওয়েবসাইটে এ খবর প্রকাশ করা হয়েছে। ওই খবরে বলা হয়, রাখাইনে ভারতের চলমান প্রকল্প সম্পর্কে দুই নেতার মধ্যে কথা হয় বৈঠকে। প্রথম প্রকল্পের আওতায় রাখাইনে ইতিমধ্যে ২৫০টি অস্থায়ী ঘর মিয়ানমারের কাছে হস্তান্তর করেছে ভারত। মোদি জানান, রাখাইনে আর্থ-সামাজিক উন্নয়নে প্রয়োজন হলে আরও প্রকল্প হাতে নেবে ভারত।
এর আগে গত বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের উদ্যোগের প্রতি ভারতের পূর্ণ সমর্থনের কথা জানান ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রবিবার ওই চিঠির কথা জানিয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা