অনলাইন ডেস্ক
তরুণ পরিচালক জসিম উদ্দিন জাকির নির্মাণ করছেন ‘মায়া: দ্য লাভ’। গত রোববার (৬ ফেব্রুয়ারি) থেকে গানের মাধ্যমে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
জাকির বলেন, ‘অনেকদিন হয় সিনেমাটির গল্প, চরিত্র ও শুটিং লোকেশন নিয়ে কাজ করেছি। শুটিং পূর্ববর্তী কাজে সন্তুষ্ট না হয়ে আমরা কেউই এই স্বপ্নের প্রকল্পের কাজ শুরু করতে চাইনি। তাই আপাতত আমরা গানের শুটিং দিয়ে ক্যামেরা চালু করলাম। আমি আশাবাদী সবাই মিলে দর্শকদের মন ছুঁয়ে যাবার মত একটি চলচ্চিত্র উপহার দিতে পারবো।’
‘মায়া: দ্যা লাভ’র প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়িকা বুবলী ও রোশান। পরবর্তী লটে যোগ দেবেন আনিসুর রহমান মিলন ও সাইমন সাদিকসহ আরো অনেকে। এদিন গানের শুটিংয়ের ফাঁকে সিনেমাটির ইউনিট মহরত করে।
আরোও পড়তে পারেন : সুচিত্রা সেন আমাদের দেখেই ঘোমটা টেনে নেন : চিরঞ্জিত