অনলাইন ডেস্ক
নিজেদের দাবিতে অনড় রয়েছেন পাঞ্জাব ও হরিয়ানার আন্দোলনরত কৃষকরা। দিল্লিতে মিছিল করার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। আপাতত পাঞ্জাব ও হরিয়ানার শম্ভু সীমান্তে থামানো হয়েছে কৃষকদের ‘দিল্লি চলো’ পদযাত্রা।
দুপুর থেকে রেল অবরোধ ডেকেছে কৃষকরা। আজ দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত দিল্লির আশপাশের বেশ কয়েকটি রুটের ট্রেন চলাচল বন্ধ থাকবে। বিকেলে কেন্দ্রীয় তিন মন্ত্রীর সাথে বৈঠকে বসার কথা রয়েছে। কর্তৃপক্ষের আমন্ত্রণেচলতি সপ্তাহে তৃতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছে তারা।
মঙ্গলবার থেকে জোরালো হওয়া এই আন্দোলনে কয়েক জায়গায় কৃষকদের সাথে ঘটেছে পুলিশের সংঘর্ষ। হরিয়ানায় ইন্টারনেট সেবা কয়েকদিন থেকে বন্ধ রাখা হয়েছে। নূন্যতম সহায়ক মূল্য আইন প্রনয়ণ ও তাদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারসহ একাধিক দাবিতে চলছে কৃষকদের এই ‘দিল্লি চলো’ আন্দোলন। সংযুক্ত কিষাণ মোর্চা, কিষাণ মজদুর মোর্চাসহ কৃষকদের ২০০টির বেশি সংগঠন এই কর্মসূচির ডাক দিয়েছে।