রাজধানীর মিরপুর ১৩ নম্বর সড়ক থেকে ১০ নম্বর গোলচত্বর পার হতে অনেক রিকশাচালককেই ঘুষ দিতে হয়। এই ঘুষ নেন ১০ নম্বর গোল চত্বরের শাহ আলী মার্কেটের পাশের গলির মুখে দায়িত্বরত আনসার সদস্যকে। ৫ থেকে ১০ টাকা দিলেই রিকশা ছেড়ে দেন তিনি। না দিলেই নানা বিপত্তির মুখে পড়তে হয় রিকশাচালকদের। সোমবার দুপুরের দিকে বেশ কয়েকবার এমন দৃশ্য দেখা গেল। নাম প্রকাশে অনিচ্ছুক এক রিকশাচালক বললেন, ‘কি দিন আইলোরে বাবা, রিকশা চালাইতেও ঘুষ দেওন লাগে!’
NB:this post is copied from prothomalo.com
আরোও পড়তে পারেন : গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-আগুন