অনলাইন ডেস্ক
খেরসন অঞ্চলে ডিনিপ্রো নদীর উজানে অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পের ‘নোভা কাখোভকা’ বাঁধটি। যা সোভিয়েত আমলে তৈরি করা হয়। ডিনিপ্রো নদীটি ইউক্রেনের উত্তর থেকে দক্ষিণে সমুদ্র পর্যন্ত বিস্তৃত। আর খেরসন অঞ্চলের দক্ষিণাঞ্চল রাশিয়া ও উত্তরাঞ্চল ইউক্রেন নিয়ন্ত্রণ করে। প্রায় ৯৮ ফুট প্রশস্ত এবং ৩ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যরে বাঁধটিতে বড় ধরণের বিস্ফোরণে একাংশ ভেঙ্গে গেছে। পানির নিচে তলিয়ে গেছে বহু এলাকা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কাখোভকা বাঁধ ভেঙ্গে বন্যার পানি ছড়িয়ে পড়ায় ভাটার এবং নিপ্রো নদীর আশেপাশের এলাকা থেকে বেসামরিক লোকজনের পাশাপশি রাশিয়ার সৈন্যদের সরিয়ে নেয়া হয়েছে। বাঁধ ভাঙ্গার কারণে রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ায় পানি সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে। কারণ ওই উপদ্বীপের বাসিন্দা পরিষ্কার পানির জন্য একটি ছোট খালের ওপর নির্ভরশীল, যেটি ভেঙ্গে যাওয়া বাধের কাছাকাছি রয়েছে। ২০১৪ সালে ক্রিমিয়া নিজেদের দখলে নেয় রাশিয়া। প্রায় ১০০ মাইল উজানে থাকা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে শীতল রাখতেও এই জলাধারের পানি ব্যবহার করা হয়। এটিও এখন রাশিয়ার নিয়ন্ত্রণে।
এই বাঁধ বিপুল পরিমাণ পানি ধরে রাখে, যা থেকে উজানে থাকা লোকজন উপকৃত হন। কৃষকরা তাদের ফসল ফলাতে এই পানির ওপর নির্ভরশীল। এখন এই পানি অনেক কমে গেলে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন।
তবে, ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, বাঁধটি যখন ভেঙ্গে পড়ে, তখন নিপ্রো নদীর একপাশে রুশ সেনারা অবস্থান করছিলেন। সেখানে রুশ সেনারা নিজেদেরকে রক্ষা করতে না পেরে নদীর জলে ভেসে গেছে। নদীর অপরপ্রান্তে থাকা তাদের সকল রেজিমেন্ট পানির নিচে তলিয়ে গেছে। বাঁধের সড়ক ব্যবহার করে ইউক্রেন যাতে দক্ষিণাঞ্চলে পাল্টা আক্রমণ চালাতে না পারে সেজন্য রাশিয়া ইচ্ছেকৃতভাবে বাঁধটি ধ্বংস করেছে বলে দাবি কিয়েভ ও পশ্চিমা মিত্রদের।
যদিও উল্টো ইউক্রেনকেই দায়ী করছে রাশিয়া। পাল্টা হামলার ব্যর্থতা আড়াল করতে এবং ক্রিমিয়া উপদ্বীপকে জল থেকে বঞ্চিত করতেই ইউক্রেন বাঁধটি ভেঙ্গে দিয়েছে বলে দাবি রাশিয়ার। গত বছরের নর্ডস্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনার সাথে এর মিল রয়েছে। তখনও ইউক্রেন-রাশিয়া একে অপরের দিকে অভিযোগ তুলেছে। যদিও এই দুই বিস্ফোরণে কার লাভ বা কার ক্ষতি তা এখনও স্পষ্ট নয়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা