অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়ার বিপক্ষে এই ম্যাচে খেলবেন লিওনেল মেসি। আগে থেকেই নিশ্চিত ছিল এটি। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে দলে আরও পরিবর্তনের আভাস দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
মূলত, দীর্ঘ ভ্রমণ আর টানা ম্যাচের ধকল থেকে রক্ষা করতেই দলের সেরা তারকাকে বিশ্রাম দিয়েছেন আর্জেন্টাইন কোচ। ম্যাচের আগের আগে সংবাদ সম্মেলনে স্কালোনিকে প্রশ্ন করা হয়, মেসির বিকল্প হিসেবে কাকে খেলানো হবে।
জবাবে কৌশলী উত্তরে মেসিকে সম্মানিত করেন তিনি, ‘মেসির বিকল্প কে? কেউ নেই। কেউ মেসির বিকল্প হিসেবে খেলতে পারবে না। মেসি এমন একজন ফুটবলার যাকে পরিবর্তন করা অসম্ভব। মেসির বিকল্প কেউ হতে পারে না। তবে কেউ কেউ তার মতোই খেলার চেষ্টা করবে। তবে কে সে—আমি এখনই বলতে পারব না। আমি বলতে পারব না, মেসির জায়গায় কে খেলবেন।’
৩৫ বছর বয়সেও ক্লাব ফুটবল কিংবা জাতীয় দল, সব ধরনের ফুটবলের অসাধারণ খেলছেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে সবশেষ সাত ম্যাচেই গোল করেছেন তিনি। এ ছাড়া ক্লাব ফুটবলে পিএসজির জার্সিতে গত মৌসুমে ২০ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছিলেন আরও বেশ কিছু গোল। তাই স্কালোনি মনে করেন, সাবেক বার্সেলোনা তারকার ঘাটতি পূরণ অসম্ভব।
এ সময় তিনি বলেন, ‘মেসির জায়গায় কে খেলবে? কেউই নয়। মেসির জায়গায় কেউ খেলতে পারবে না, কিন্তু আমরা চেষ্টা করব দলকে একইভাবে খেলানোর জন্য, এটা মেনে নিয়ে যে তার শূন্যতা পূরণ করা সম্ভব নয়।’
আর্জেন্টাইন অধিনায়কের অভাব অপূরণীয় হলেও ভবিষ্যতের কথা ভাবছেন স্কালোনি। তার মতে মেসি অবসরে যাওয়ার আগেই সেই প্রস্তুতি সেরে রাখা প্রয়োজন, ‘আর্জেন্টিনা দল যে কোনো খেলোয়াড়ের চেয়ে বড়, এই ম্যাচে লিও থাকবে না, তবে অন্যরা আছে। আমাদের সামনের দিনগুলোর কথাও চিন্তা করতে হবে এবং আমি আশা করি দর্শকরা ম্যাচটি উপভোগ করবে।’
এ সময় স্কালোনি আরও বলেন, ‘মেসি বিশ্রামে থাকবে। তার বিশ্রাম নেওয়া উচিত। মেসির পাশাপাশি ডি মারিয়া ও ওটামেন্ডিরও বিশ্রাম দরকার। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আমরা ম্যাচ খেলব, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে স্কোয়াডের প্রায় সব ফুটবলারকে খেলিয়েছিলেন আর্জেন্টিনা কোচ। আর ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের একাদশে ব্যাপক পরিবর্তন আনতে পারেন তিনি। ধারণা করা হচ্ছে সাত-আটটি পরিবর্তন আনতে পারেন স্কালোনি। একাদশে বড় রদবদলে এলেও স্কালোনির বিশ্বাস জয় নিয়েই মাঠ ছাড়বেন তার শিষ্যরা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা