মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় আরও ২দিন সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আরও অন্তত দুই থেকে পাঁচ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে।
রাজধানী ঢাকায় মঙ্গলবার টানা দুই ঘণ্টার বৃষ্টিতে নগরীর সড়কগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১২টা থেকে বৃষ্টি শুরু হয়। ৪৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরের পর শুরু হওয়ার বৃষ্টিতে নগরীর ধানমন্ডি ৩২, শুক্রবাদ এলাকা, পান্থপথ, গ্রিণরোড, ঢাকা মেডিক্যাল কলেজে হাসাপাতালের বর্হির্বিভাগের সামনের সড়ক, মিরপুর ১০, ১১, ১২, কাজীপাড়া, শেওড়াপাড়া, সেনপাড়া, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা, তেজকুনিপাড়া, তেজতুরি বাজার, নয়াপল্টন, কাকরাইল, শান্তিনগর, মৌচাক, মগবাজারের ভেতরের বিভিন্ন গলি, রাজারবাগ, কমলাপুর, আরামবাগ, মতিঝিল, বঙ্গবাজার এলাকা, সিদ্দিক বাজার মোড়, নাজিরা বাজার, নাজিম উদ্দিন রোডসহ বিভিন্ন স্থানের সড়ক পানিতে তলিয়ে যায়। অনেক এলাকায় হাঁটু পর্যন্ত পানি জমেছে। এতে করে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
এসব সড়কের বিভিন্ন স্থানে পানি প্রবেশের কারণে বিকল অবস্থায় যানবাহন পড়ে থাকতেও দেখা গেছে। বৃষ্টিতে কোনও কোনও এলাকা যেন নদীতে পরিণত হয়। পাশাপাশি বৃষ্টি থাকার পর সেসব এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। এতে ট্রাফিক পুলিশকেও চরম ভোগান্তি সহ্য করতে হয়।
জলযট এবং পরিবহন সংকটের কারণে নগরবাসী বিশেষ করে স্কুলের শিক্ষার্থীরা তাদের গন্তব্যে পৌঁছাতে মারাত্মক ভোগান্তির সম্মুখীন হয়েছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, আমরা অতিবৃষ্টি নামে একটি প্রকল্প হাতে নিয়েছি। এরই মধ্যে শান্তিনগর, নাজিমউদ্দিন রোডসহ বেশ কয়েকটি এলাকার জলবদ্ধতার স্থায়ী সমাধান করেছি। বেশ কয়েকটি এলাকায় প্রকল্পের কাজ চলমান রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে আশাকরি জলাবদ্ধতা কমে আসবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, কোন কোন এলাকায় জলাবদ্ধতা আছে আমরা সেগুলো চিহ্নিত করার চেষ্টা করছি। বিশেষ করে আমাদের শেওড়াপাড়া, জসিমউদ্দিন রোড, উত্তরার বিভিন্ন এলাকা, আশকোনা হাজী ক্যাম্প সড়ক, মনিপুরি পাড়া ও মগবাজারের বিভিন্ন এলাকায় পানি জমে।
মঙ্গলবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সিলেটে, ১২০ মিলিমিটার। বেলা ২টা পর্যন্ত গত ৬ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ৬২.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা