অনলাইন ডেস্ক
রংপুর নগরীতে বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দেওয়ার ঘটনায় পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের দফায় দফায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।
রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এসময় পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এর আগে মহানগর বিএনপির নেতাকর্মীরা নগরীর গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ের গলি দিয়ে মিছিল নিয়ে নগরীর প্রধান সড়কে আসেন। তারা প্রধান সড়ক দিয়ে মিছিল নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ মিছিলের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে তারা দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
পরে সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু রংপুরের আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘মিছিলে বা কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা করা হলে তাদের প্রতিরোধ করার ক্ষমতা বিএনপির আছে।’আমরা নিজেরাই তাদের শায়েস্তা করার জন্য যথেষ্ট।
পুলিশের উদ্দেশে তিনি বলেন, ‘পুলিশ ভাইয়েরা, আওয়ামী লীগ যদি আমাদের ওপর হামলার চেষ্টা করে তাহলে আপনাদের আসার দরকার নেই, আপনারা ঘরে বসে থাকবেন। আমরা পুলিশের সঙ্গে বিরোধে জড়াতে চাই না। সময় আসলে তখন দেখবো, কার কত শক্তি।