যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে (কভিড-১৯) বুধবার ৯১৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনা ছড়িয়ে পড়ার পর একদিনে এটাই সর্বাধিক মৃত্যুর রেকর্ড।
এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় ৪ হাজার ৭৪৫ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ১৫ হাজার ৪১৭ জন।
এছাড়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত নিউইয়র্কে মৃতের সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি গোটা যুক্তরাষ্ট্রজুড়ে জাতীয়ভাবে ‘ঘরে থাকার নির্দেশনা’ দেবেন না। কারণ, একেক অঙ্গরাজ্যের করোনা পরিস্থিতি একেক পর্যায়ে রয়েছে।
অন্যদিকে করোনায় সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৩৫ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ২০৮ জনে।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১৩ হাজার ১৫৫ জন। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ ৫৭৪ জন।
করোনায় দ্বিতীয় সর্বাধিক ৯ হাজার ৩৮৭ জন মারা গেছে স্পেনে। দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪ হাজার ১১৮ জন।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা