অনলাইন ডেস্ক
এ প্রকল্পে এক হাজার ৩৯৫ কোটি টাকা ঋণ দিচ্ছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)। বাকি ৩৯৪ কোটি টাকা সরকারের নিজস্ব। প্রকল্পের মোট ব্যয় এক হাজার ৭৯০ কোটি টাকা। আগামী জুনে প্রকল্পের কাজ শুরু হবে।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বৈঠকে সভাপতিত্ব করার কথা রয়েছে।
পদ্মা সেতু ও বঙ্গবন্ধু সেতুর সঙ্গে রেলসেতু নির্মাণকাজ শেষে রেল যোগাযোগ বিস্তৃত হবে। তখন যাত্রীবাহী নতুন ৪০০ বগির প্রয়োজন হবে। রেলে যাত্রীবাহী বগির সংখ্যা এখন ৪৬৭টি। এর মধ্যে ১৭৬টি ব্যবহারের অনুপযোগী। এ বিবেচনায় ইআইবি-এর ঋণ সহায়তায় নতুন এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি একনেকে অনুমোদনের জন্য সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন।
পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মামুন-আল-রশীদ গণমাধ্যমকে বলেন, এ প্রকল্পে বগিপ্রতি ব্যয় হবে সাড়ে সাত কোটি টাকার মতো।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা