অনলাইন ডেস্ক
পিএসজি’র জার্সি গায়ে এর আগে তিনটি গোল করেছেন মেসি। সেই গোল তিনটি ছিল চ্যাম্পিয়নস লিগে। এবার নিজের ষষ্ঠ ম্যাচে এসে লিগে প্রথম গোলের দেখা পেলেন আর্জেন্টাইন এ সুপারস্টার।
মেসির গোলের সুবাদে ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে প্রতিপক্ষ নন্তেকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। দুরন্ত এ জয়ে ১০ জনের প্যারিসের জায়ান্ট ক্লাবটি তালিকার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে পরিষ্কার ১৩ পয়েন্টের ব্যবধানে।
মেসি দুর্দান্ত গোলটি করেন শেষ হওয়ার তিন মিনিট আগে। ২০ গজ দূর থেকে চোখ ধাঁধানো বাঁকানো শটে স্বাগতিকদের গোল উপহার দেন এ ফুটবল মেগাস্টার।
তবে স্বাগতিকদের শুরুতে লিড এনে দেন কাইলিয়ান এমবাপ্পে। পিএসজি’কে ম্যাচের দুই মিনিটের মাথায় গোল এনে দেন বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার। চোট কাটিয়ে ম্যাচে ছিলেন নেইমারও। তবে গোল পাননি এ ব্রাজিলিয়ান প্লেমেকার।
দ্বিতীয়ার্ধে পিএসজি ১০ জনের দলে পরিণত হয়। লুডোভিচ ব্লাসকে ফাউল করে লালকার্ড দেখেন স্বাগতিক গোলরক্ষক কেইলর নাভাস লুডু।
তবে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরেন নন্তে। গোল করেন র্যান্ডাল কোলো মুয়ানি। কিন্তু ডেনিস এপিয়াহ ভুলে নিজেদের জালে গোল জড়িয়ে দেন। ফের এগিয়ে যায় পিএসজি। শেষে গোল করে স্বাগতিকদের জয়ে সিল মোহর এঁকে দেন মেসি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা