অনলাইন ডেস্ক
অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে দিনের দ্বিতীয় ম্যাচে মুহুর্মুহু আক্রমণ করার পরও নেপালের মেয়েদের হারাতে পারলো না স্বাগতিক বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার নেপালের বিপক্ষে ম্যাচটি গোলশূন্যতে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
ম্যাচের শুরুতে গোল পেয়ে যেত বাংলাদেশের মেয়েরা। কিন্তু দ্বিতীয় মিনিটে বক্সের একটু উপর থেকে আঁখি খাতুনের জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। পঞ্চম মিনিটে বিমলা বিকের ফ্রি কিক ক্লিয়ার করতে গিয়ে হেডে বল নিজেদের জালে জড়াতে বসেছিলেন শামসুন্নাহার জুনিয়র; ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান রুপনা চাকমা।
এরপর প্রথমার্ধে আর কোনো সমস্যা পড়তে হয়নি স্বাগতিকদের। একের পর এক অতর্কিত আক্রমণে নেপালের রক্ষণভাগকে রীতিমতো ব্যস্ত করে তোলে বাংলাদেশের আক্রমণভাগের ফুটবলাররা। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। প্রথমর্ধ শেষ হয়েছে গোলশূন্যতেই।
দ্বিতীয়ার্ধের খেলায় মনিকা-মারিয়ারা খেলায় আরও গতি বাড়ায়। কিন্তু অপরদিকে নেপালের মেয়েরা একপর্যায়ে পুরোপুরি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। আর শেষ পর্যনত সফলও তারা। বাংলাদেশের মেয়েরা প্রতিপক্ষের ডিফেন্স তছনছ করেও গোল আদায় করতে পারেনি।
এর সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মালদ্বীপ-শ্রীলঙ্কা। এই ম্যাচে লঙ্কানদের ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয় শুভ সূচনা করেছে মালদ্বীপের মেয়েরা।
ম্যাচ শেষের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী দুষলেন ভাগ্যকে।