বিজয় দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠানে বক্তাদের অভিমত
মহান মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ প্রয়াস জরুরি বলে অভিমত ব্যক্ত করেছেন বিজয় দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠানের বক্তারা।
বুধবার ( ১৮ ডিসেম্বর) মহান বিজয় দিবস পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এক বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের শীর্ষস্থানীয় নেতা তোফায়েল আহমেদ। পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, পিকেএসএফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিকেএসএফ-এর উপ- ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জসীম উদ্দিন।
মূল আলোচনায় তোফায়েল আহমেদ দেশভাগের পর থেকে কীভাবে পাকিস্তানের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে বাঙালি জাতি বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে আনে, সেসব ঘটনাবলী তুলে ধরেন। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যোতির্ময় ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, বঙ্গবন্ধু আজীবন বাঙালির মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন। বারবার কারাবরণ, শাসকগোষ্ঠীর অত্যাচার আর নিপীড়ন সত্ত্বেও বাংলার গণমানুষের মুক্তি লড়াই থেকে পিছপা হননি। তিনি বলেন, “বঙ্গবন্ধুর দু’টি স্বপ্ন ছিল। একটি, বাংলাদেশের স্বাধীনতা। অপরটি, বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তি। প্রথমটি অর্জন করে গেছেন বঙ্গবন্ধু তাঁর বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে, এবং অপরটি তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে যাচ্ছেন ।” বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার আহ্বান জানান তিনি।
পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ ঊনসত্তরের গণঅভ্যুত্থানে সংগঠক হিসেবে তোফায়েল আহমেদ-এর অবদানকে স্মরণ করেন। তিনি বলেন, ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু যে স্বাধীনতা ও মুক্তির ডাক দিয়েছিলেন, তা পুরোপুরি অর্জিত হয়নি। স্বাধীনতা অর্জিত হয়েছে, তবে জনগণের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম এখনো চলছে। মুক্তিযুদ্ধের চেতনায় দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন ও সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান জানান এই প্রথিতযশা অর্থনীতিবিদ।
স্বাগত বক্তব্যে পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, স্বাধীনতার পর নানা সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির ঘটনা ঘটেছে। আজ এই আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত সকলের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ফুটে উঠবে এবং তা সকলে পরবর্তী প্রজন্মের কাছে তারা পৌঁছে দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে পিকেএসএফ-এর কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের মধ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজকের অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
লালসবুজের কথা’র ফেসবুক পেজ :
আরও পড়ুন : রাজাকার যখন নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে তখন খুব খারাপ লাগে : আব্দুস সামাদ তালুকদার
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা