অনলাইন ডেস্ক
কক্সবাজার সংবাদদাতা: মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল ও গ্রেনেড বিস্ফোরিত হয়ে সীমান্তের এপারে নিহত ও আহত বাংলাদেশিদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিজিবি।
বিজিবির মহাপরিচালকের নির্দেশে রোববার বাহিনীটির কক্সবাজার ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত আনোয়ারুলকে দেখতে যান।
এসময় তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য বিজিবির পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান তার হাতে তুলে দেন। পরে ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী এলাকার নিহত নারীর আহত ২ নাতী-নাতনীকে দেখতে যান। তাদের খোঁজ খবর নেন এবং বিজিবির পক্ষ থেকে এক লক্ষ টাকা আর্থিক অনুদান দেয়া হয়।
আরোও পড়তে পারেন : সাফ ক্যাম্প স্থগিত, এশিয়ানে যাচ্ছেন দ্রুততম মানবী শিরিন