হরমুজ প্রণালীতে মার্কিন নেতৃত্বাধীন মিশনে অস্ট্রেলিয়ার যোগ দেয়ার ঘোষণার পর অস্ট্রেলিয়ার তিন নাগরিককে আটক করেছে ইরান। বুধবার এমন দাবি করেছে অস্ট্রেলিয়ার সরকার। খবর এবিসি নিউজ’র।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে মার্কিন নেতৃত্বাধীন মিশনে অস্ট্রেলিয়ার যোগ দেয়ার ঘোষণার পর এই তিন নাগরিকের আটকের খবর এসেছে।
অস্ট্রেলীয় সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, ইরানে আটক তিন অস্ট্রেলীয় নাগরিকের পরিবারকে কনসুলার সহায়তা দিয়েছে পররাষ্ট্র এবং বাণিজ্যবিষয়ক মন্ত্রণালয়।
এর আগে টাইমস অব লন্ডনের খবরে বলা হয়েছে, তেহরানের এভিন কারাগারে দুই ব্রিটিশ-অস্ট্রেলীয় নারীকে আটক রাখা হয়েছে। তাদের মধ্যে এক নারীর ছেলেবন্ধুও গ্রেফতার হয়েছেন।
NB:This post is collected from bd-pratidin.com