অনলাইন ডেস্ক
সহযোদ্ধা মুক্তিযোদ্ধা জানান, মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২৫শে নভেম্বর রাতে মাগুরার হাজীপুর বাহিনীর একদল মুক্তিযোদ্ধা কামান্না গ্রামে রাত্রি যাপনের জন্য মাধব কুন্ডু নামে এক ব্যক্তির বাড়ির একটি টিনের ঘরে অবস্থান নেয়। মুক্তিযোদ্ধাদের অবস্থানের খবরে স্থানীয় রাজাকাররা ঝিনাইদহের শৈলকুপা ও মাগুরায় পাক বাহিনীর ক্যাম্পে পৌঁছে দেয়। খবর পেয়ে রাজাকার আলবদর বাহিনীর সহযোগিতায় ঝিনাইদহ, শৈলকুপা ও মাগুরা থেকে আসা পাক সেনারা ২৬ নভেম্বর ভোর রাতে মুক্তিযোদ্ধাদের উপর অতর্কিতে আক্রমণ শুরু করে। মুক্তিযোদ্ধারাও পাল্টা গুলি ছুড়ে প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টা করে কিন্তু পাকিস্তানী বাহিনীর আক্রমনের মুখে ঘটনাস্থলেই ২৭জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন।
পাক সেনারা চলে গেলে মুক্তিযোদ্ধারা এলাকাবাসীর সহায়তায় কামান্না স্কুল মাঠের পাশে নদীর তীরে গণ কবরে ২৭ বীর শহীদদের সমাহিত করেন। শহীদদের বাড়ী মাগুরার হাজীপুর ও তার পার্শ্ববর্তী গ্রামে। দিবসটি মাগুরাবাসীর কাছে একাধারে গর্বের অন্যদিকে বেদনার। এই ২৭ জন শহীদ বীর মুক্তিযোদ্ধার স্মরণে কামান্নায় ও হাজিপুর গ্রামে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা