বাংলা ট্রিবিউনের সাব এডিটর (সহ-সম্পাদক) মনসুর আহমেদ (৩৩) মারা গেছেন। তার আকস্মিক মৃত্যুর খবরে তার স্বজন, বন্ধুমহল এবং সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
সিনিয়র রিপোর্টার সঞ্চিতা সীতু জানান, শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় তার মরদেহ ঘরে পাওয়া গেছে। সে এবং তার রুমমেট মনোজিৎ মিত্র একসঙ্গে থাকত। এ রাতে মনোজিতের পরীক্ষা থাকায় সে অন্য বন্ধুর বাসায় ছিল। মনোজিত ফিরে এসে তাকে ডাকাডাকি করে না পাওয়ায় প্রথমে বাড়িওয়ালাকে খবর দেয়। পরে পুলিশ এলে বাড়িওয়ালা সবার সামনে দরজা ভেঙে ভেতরে তার মরদেহ দেখতে পায়।
প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগের জুনিয়র এক্সিকিউটিভ হুমায়ন কবির জানান, শুক্রবার রাত ১২ টা ৪০ এ তিনি অফিস ডিউটি শেষে বের হন। এরপর বাসায় যান। পরদিন সন্ধ্যা পর্যন্ত ঘর খোলেননি তিনি। সন্দেহ হলে অনেক ডাকাডাকির পর ঘরের দরজা ভেঙে পাওয়া যায় তার মরদেহ। তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। চিকিৎসক জানিয়েছেন ময়নাতদন্তের রিপাের্ট পেতে একমাস সময় লাগবে। তবে, প্রাথমিকভাবে তার স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে চিকিৎসক ধারণা করছে।
আরও পড়ুন : ফিজিয়াট্রি দিবস উপলক্ষে উপাচার্য শুধু ওষুধ দিয়ে নয়, ব্যায়ামের মাধ্যমেও অনেক রোগ থেকে উপশম পাওয়া যায়
তিনি জানান, সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দুপুর দুইটায় বাংলা ট্রিবিউন কার্যালয়ে তার জানাযা সম্পন্ন হয়েছে। এরপর বেলা তিনটার দিকে তার মরদেহ গ্রামের নিয়ে গেছেন স্বজনেরা। সেখানে তার দাফন সম্পন্ন হবে।
মনসুর আলীর বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের কোটালপাড়ায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। ২০১৩ সাল থেকে এ পর্যন্ত অর্থসূচক ডটকম, ই-বার্তা, টেকশহর, দৈনিক ইত্তেফাক, বাংলা ট্রিবিউনে কাজ করেছেন।
ফেসবুক পেজ :
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা