অনলাইন ডেস্ক
সিলেটে অনুশীলনের ফাঁকে মঈন রোববার (৬ ফেব্রুয়ারি) যা বললেন তা মন্ত্রমুগ্ধ করেছে উপস্থিত সবাইকে, ‘এখানে (বাংলাদেশে) ভালো খেললে দুনিয়ার প্রায় সব জায়গায় ভালো খেলা যায়। বিশেষ করে, স্পিন খেলায়, সেটা ব্যাটিং হোক বা বোলিং। উন্নতি দুই জায়গায় হবে। আর আমি ট্রফি জিততে চাই। বয়স এখন ৩৪, হয়তো আর ৫-৬ বছর আছে (ক্যারিয়ারের)। বিশ্বজুড়ে যত বেশি সম্ভব আমি ট্রফি জিততে চাই। কুমিল্লা ভিক্টোরিয়ান্সেও এটাই আমার লক্ষ্য- টুর্নামেন্ট জেতা।’
ক্রিকেটের প্রতি কতটা নিবেদন থাকলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকেও নিজের উন্নতি করা যায় তা অনুরণিত হলো মঈনের কণ্ঠে। বাংলাদেশে আসবেন, খেলবেন আর চলে যাবেন- এমন ভাবনা নিয়ে পা রাখেননি তিনি। তার ভাবনা দিগন্ত বিস্তৃত। প্রস্তুতিতে যুৎসই চিত্র পাওয়া গেল।
নেটে ব্যাটিংয়ের আগে স্পিন বোলিংয়ে জড়তা কাটান মঈন। দীর্ঘক্ষণ বোলিংয়ের পর ২২ গজে ব্যাটিংয়ে নেমে যান। শুরুতে পেসারদের মোকাবিলা করার পর একটানা স্পিনারদের খেলেন। দারুণ ফর্ম নিয়ে বাংলাদেশে এসেছেন। ওয়েস্ট ইন্ডিজে ইংল্যান্ডের হয়ে দুই ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করে জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
তবে বাংলাদেশে তার লক্ষ্য আরো উচুঁতে, ‘আমি এই প্রতিযোগিতায় সেরা ফর্ম নিয়ে আসতে চেয়েছিলাম। বেশ ভালো সময় যাচ্ছে আমার ব্যাটিংয়ে। যেভাবে খেলছি সেজন্য অবশ্যই খুশি। অনুশীলন ভালো হচ্ছে। আশা করছি কাল কিছু রান করব। পাশাপাশি উইকেট নেওয়ার চেষ্টা করব।’
‘এখানে ভালোমানের ক্রিকেট হচ্ছে। ভালোমানের স্পিনার ও ব্যাটসম্যান আছে। বিদেশি যারা আছে প্রত্যেকে পারফর্মার। এজন্য পারফর্ম করা সহজ নয়, কঠিন। আমি মনে করি অন্য জায়গার তুলনায় বাংলাদেশে পারফর্ম করা সবচেয়ে কঠিন, বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য। তবে আপনি এখানে পারফর্ম করলে অনেক কিছু শিখতে পারবেন। এরপর সবখানে খেলতে পারবেন। ঠিক এই কারণেই আমি বাংলাদেশে আসতে পছন্দ করি, নিজের খেলার মানের উন্নতি করার চেষ্টা করি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারি। যখন আমি ইংল্যান্ডের হয়ে খেলতে আসব তখন আমার কন্ডিশন নখদর্পণে থাকবে।’ – যোগ করেন তিনি।
৯ বছর পর মঈন বিপিএল খেলতে এসেছেন। তবে আগেপরে তার বাংলাদেশে আসা হয়েছে কয়েকবার। ২০০৫ সালে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন তিনি। এরপর ২০১০-১১ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগও খেলেছেন, ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এসেছেন একাধিকবার। বিপিএলে দুরন্ত রাজশাহীর হয়ে প্রথমবার খেলেছেন ২০১৩ সালে।
তবে আইপিএলে নিয়মিত মুখ মঈন। পরবর্তী মেগা নিলামের আগেই তাকে দলে রিটেইন করেছে চেন্নাই সুপার কিংস। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগের প্রস্তুতিও বিপিএল থেকে সারতে চান ডানহাতি স্পিন অলরাউন্ডার, ‘অবশ্যই বিপিএল থেকে আইপিএলের প্রস্তুতি নিতে পারি। আপনি যদি এখানে ভালো করেন তাহলে আপনি সবখানে খেলতে পারবেন। বিশেষ করে স্পিনের বিপক্ষে। এখানে বৈচিত্রপূর্ণ স্পিনার পাওয়া যায়। নিজের ফর্ম ধরে রাখা, আইপিএলের প্রস্তুতি নেওয়া, ঠিক এ কারণেই আমার এখানে আসা। আমি নিশ্চিত এটা সহায়ক হবে।’
স্পিন ও ব্যাটিং দুটোতেই উন্নতির প্রত্যাশা মঈনের, ‘এই কন্ডিশন আমার জন্য ভালো। কারণ আমি স্পিনার এবং ব্যাটিংও করি। আমি আমার ব্যাটিংয়ে আরো উন্নতি করতে চাই। আমাদের দলও ভালো করছে। দল যখন ভালো করে তখন আপনি চাইবেন নিজের পারফরম্যান্সের যেন উন্নতি হয়।’
আন্তর্জাতিক ক্রিকেটের বড় বিজ্ঞাপন মঈন। বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলার অভিজ্ঞতা ছড়িয়ে দিতে চান বিপিএলে। কথা বলতে চান তরুণ ক্রিকেটারদের সঙ্গে। তাদের উন্নতিতে রাখতে চান অবদান, ‘আমি নতুন দলে খেলতে পছন্দ করি, নতুন খেলোয়াড়দের সঙ্গে খেলতেও। তাদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করে আনন্দ পাই। তরুণ ক্রিকেটার যারা আছে তারা প্রত্যেকে ভিন্ন। কেউ কেউ (সিনিয়র ক্রিকেটার) হয়তো দলের সঙ্গে মিশতে ওতটা পছন্দ করে না। কিন্তু আমি উপভোগ করি। নতুন সংস্কৃতির সঙ্গে মিশতে পছন্দ করি। নতুন গ্রুপে যোগ দিতে ভালো লাগে। পাশাপাশি নতুন সম্পর্ক তৈরি করতেও ভালো লাগে। কারণ জাতীয় দলে যখন খেলি, তখন এগুলো কাজে দেয়।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা